আজ একজন ব্যাক্তি, ব্যবসা, ব্যান্ড বা কোম্পানি তার একটি বাক্তিগত ফেসবুক পেজ তৈরি করে অডিয়ান্সের কাছে নিজের জনপ্রিয়তা বৃদ্দি করতে চান।
নিজেকে বা নিজের ব্যবসা, ব্যান্ডকে publicly মানুষের কাছে আনতে ফেসবুকের পেজের কোনো জবাব নেই।
আর তাই আজ প্রত্যক ব্যক্তি, ব্যবসার একটি বা একাদিক facebook page রয়েছে।
আর তাই আপনিও যদি আপনার নিজের বা ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ খুলতে চান তাওলে আপনি সঠিক জায়গাই এসেছেন।
আজকের এই আর্টিকেলে আমি আপনারদের সাথে share করব কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। Facebook পেজ খুলার নিয়ম কি।
একটি ফেসবুক পেজ খুলা খুব সহজ একটি কাজ। তবে অনেকে নতুন অবস্তাতে একটি ফেসবুক পেজ খুলতে পারেন না।
এবং অনেকেই আছেন যারা নিজের নামে বা নিজের ব্যবসাকে প্রচার করার ক্ষেত্রে একটি ফেসবুক পেজ খুলতে চান। তাই যাতে কোনো প্রকার ভুল না হয় সে জন্য একজন অবিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির কাছে জানতে চান কিভাবে একটি ফেসবুক পেজ খুলা যায়।
আর তাই আমি আপনাদেরকে বলব কিভাবে একটি প্রফেসনাল ফেসবুক পেজ খুলতে হয় সেই ব্যাপারে।
এখন আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে। আর তা হলো আমরা কেন একটি ফেসবুক পেজ তৈরি করি?
আমরা তো আমাদের ফেসবুক আইডি দিয়েই একটি ব্যবসা দাড় করাতে পারি তাই না?
আসলে তা করা সম্ভব না, কেন? দেখুন আপনি আপনার ফেসবুক আইডি থেকে কেবল 5000-টি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন।
কিন্তু আপনার একটি অনলাইন ব্যবসাকে প্রচার করতে হলে আপনার ফেসবুক আডি দ্বারা তা করা সম্ভব হবে না।
কেননা আপনার ব্যবসা যদি বড় হয়ে থাকে তাওলে ফেসবুক আইডির মাধ্যমে তা করা সম্ভব হয় না। তখন আসে ফেসবুক (Facebook) পেজের কথা।
আপনার ব্যবসাকে সীমাহীন (Unlimited) মানুসের কাছে প্রচার এবং Unlimited লাইক, ফলোয়ার পেতে হলে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজের প্রয়োজন হবে।
এবং আপনি আপনার ফেসবুক পেজেরে মাধ্যমে আপনার ব্যবসার যে আপডেট দিবেন তা আপনার follower-তাদের ফেসবুক একাউন্ট দ্বারা দেখতে পারবে।
এবং আমরা জানি যে ফেসবুক কতটা বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পরিনত হয়েছে।
আর তাই, আমরা একটি ফেসবুক পেজ খুলে ফ্রিতে ভিজিটর্স (Visitors) এবং ট্রাফিক (Traffic) পেয়ে যেতে পারি।
এবং এটাই সবচেয়ে বড় reason যে ফেসবুক কেন এত বেশি জনপ্রিয় আজকের দিনে।
আর তাই আজ একজন সোশ্যাল মিডিয়া Influencer, ব্যবসা বা blog বা ইউটিউব channel এর একটি করে ফেসবুক পেজ রয়েছে।
কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়? (How to create a facebook page in bengali)
ফেসবুক পেজ তৈরি করতে হলে আপনাকে কিছু বিষয়ে নজর দিতে হবে।
যেমন আপনি যদি একটি ফেসবুক পেজ তৈরি করতে চান, তাওলে তার আগে আপনাকে একটি Facebook account তৈরি করতে হবে।
আপনার যদি একটি ফেসবুক আইডি না থাকে তাওলে কিভাবে একটি ফেসবুক আইড খুলা যায় তা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি।
এখন যদি আপনার একটি facebook account রয়েছে তাওলে আমার নিচে দেওয়া step গুলো ফলো করে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলুন।
নিচে আমি স্টেপ বাই স্টেপ বলেছি কিভাবে একটি প্রফেসনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়।
Step 1 – Open your Facebook app
তো প্রথমেই আপনি আপনার Facebook app-টি Open করুন।
Step 2 – Tab menu
এখন আপনি আপনার ফেসবুকের ডান পাশের উপরে 3 dot বা Menu দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
iPhone এ নিচের ডান পাশে Menu দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
Step 3 – Scholl down and click Pages
এবার আপনি নিচে scholl করুন। নিচে গেলে দেখতে পাবেন Pages লেখে আছে সেখানে ক্লিক করুন।
আপনি যদি Pages লেখা না দেখতে পান তাওলে আমার দেওয়া ছবি (image) দেখুন। দেখে Pages ক্লিক করুন।
Step 4 – Click the Create button
এবার আপনার সামনে Create নামে একটি লেখা দেখাবে। আপনি Create বাটনে চাপ বা ক্লিক করুন।
Step 5 – Add details to your Facebook page
এবার নিচের স্কিনশর্টটি দেখে আপনি আপনার Page name, Category & Bio section যুক্ত করুন।
কোথায় কি লেখতে হবে আমি নিচে বলে দিচ্ছি:
1. Page Name: এখানে আপনি আপনার পেজের নাম দিবেন। আপনি যদি আপনার নামে পেজ তৈরি করতে চান তাওলে আপনার নাম দিবেন।
এবং আপনি যদি আপনার কোম্পানি বা blog এর জন্য পেজ খুলেন তাওলে আপনার কোম্পানি বা ব্লগের নাম দিবেন।
Ex. Bangla Tech Online
2. Page Category: এখানে আপনার পেজের ক্যাটাগরি লিখবেন। মানে আপনার ব্যবসা যে রিলেটেড সেই রিলেটেড Category দিবেন।
Ex. Digital Creator
3. Bio (optional): এই জায়গায় আপনি Bio লিখবেন। Bio মানে হলে হলো আপনি আপনার সম্পর্কে কিছু লেখবেন।
যেমন আপনি কে, কি করেন ইত্যাদি। যদিও এটা optional তবুও আমি বলব এটা লেখতে। কেননা Bio লেখলে মানুষ বুজবে যে আপনার পেজ কি রিলেটেড তা। তাই চেষ্টা করবেন Bio দেওয়ার।
Congratulations আপনার ফেসবুক পেজ তৈরি হয়েগেছে।
এখন আপনি আপনার পেজ যাতে অন্য মানুষরা লাইক, ফলো করে তার জন্য আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে invite করতে পারেন।
এবং আপনার ফেসবুক পেজ যাতে অনেক বেশি মানুষের কাছে পৈছায় তার জন্য আপনি আপনার অন্যন্য social media-তে আপনার ফেসবুকের লিংকটি share করবেন।
আমরা আজকের ব্লগে যা শিখলাম?
তো বন্ধুরা, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় । Facebook পেজ খোলার নিয়ম আপনাদের কেমন লাগল?
আশা করি এই আর্টিকেলটি পড়ে এতো সময়ে আপনি আপনার জন্য একটি প্রফেসনাল ফেসবুক পেজ তৈরি করে ফেলেছেন।
যদি আমার এই আর্টিকেল পড়ে আপনি উপকৃত হন তাওলে অবশ্যই আজকের এই আর্টিকেল কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় তা আপনার বন্ধুদের সাথে share করবেন।