আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে বলব, ছবির সাইজ কমানোর সেরা ৫টি টুলস / ওয়েবসাইট এর নাম কি?
আমরা অনেকেই আছি যারা নিজের ছবির সাইজ কমানোর বিভিন্ন ফ্রি টুলস বা ওয়েবসাইটের খুঁজ করে থাকি। তাদের জন্য আকজের আর্টিকেলটি।
বর্তমানের ক্যামেরা গুলো অনেক high কোয়ালিটির হয়ে তাকে। আর তাই সেই ছবি গুলো আমাদের অনেক স্টোর দখল করে থাকে।
এবং, যখন আমরা অন্য কারোও মোবাইলে সেই ছবি গুলো পাঠাই তখন সেই ছবি গুলো যেতে অনেক সময় লেগে থাকে।
সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হলো, যখন আমরা আমাদের ব্লগে কোনো আর্টিকেল লিখে সেটাকে Publish করতে চাই তখন দেখি আমাদের Future ইমেজের সাইজ অনেক বেশি।
কারন এখনকার প্রায় সব ছবির সাইজই ১ থেকে ৩ MB’র হয়ে থাকে।
এবং এই ক্ষেত্রে আপনি যদি আপনার ব্লগে সেই ১ থেকে ৩ এমবির ছবিটি আপলোড করেন তাওলে আপনার ওয়েবসাইটটি অনেক অনেক বেশি Slow হয়ে যাবে।
আর তাই আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন কিভাবে ছবির সাইজ কমাতে হয়।
এই আর্টিকেলটি পড়ে আপনি আপনার ছবির সাইজ কমিয়ে যেকোন জায়গাই আপলোড করতে পারবেন। এবং আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কম MB এর ছবি আপলোড করতে তাওলে সেটাও সম্ভব।
মানে আজকের আর্টিকেল পড়ে আপনি অনেক কিছুই করতে পারবেন।
আজকে আমি যে ৫টি ওয়েবসাইট বা টুলস এর নাম বলব, সেগুলো দিয়ে আপনি আপনার ছবির সাইজ কমাতে পারবেন। এবং আপনি যদি একজন ব্লগার হন তাওলে আপনার ব্লগের future ইমেজেরও size কমাতে পারবেন।
তাই আজকের এই গুরুত্ব পূর্ণ আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন। এবং আমি যে টুলস এর নাম বলব সেগুলোর মাধ্যমে আপনার ইমেজের কোয়ালিটিও খারাপ হবে না।
ইমেজের সাইজ কমানোর সেরা ৫টি ওয়েবসাইটে নাম কি?
এখন আমি আপনাদের কে জানাবো ইমেজের সাইজ কমানোর ৫টি সেরা ওয়েবসাইটের নাম কি?
১. Tiny PNG
অবশ্যই পড়ুন: সেরা ৬টি অডিও প্লেয়ার সফটওয়্যার নাম কি?
Tiny PNG হলো একটি ইমেজ সাইজ compressor ওয়েবসাইট বা টুলস। এখানে আপনি আপনার ছবির সাইজ কমাতে পারবেন।
আপনার ছবির যদি আলাদা আলাদা ফরমেটের হয়ে থাকে তাওলেও চিন্তার কোনো বিষয় নেই।
কারন আপনি চাইলে অনেক ফরমেটের ইমেজেরি সাইজ কমাতে পারবেন Tiny PNG মাধ্যমে।
Tiny PNG এর মাধ্যমে আপনি WEBP, JPEG, and PNG এই ধরনের ছবির সাইজ অনেক সহজেই কমাতে পারবেন।
এখন বলি কিভাবে আপনি Tiny PNG ব্যবহার করে আপনি ছবির ইমজে সাইজকে কমাবেন।
Tiny PNG এর মাধ্যমে ইমেজ সাইজ কমাতে প্রথমে আপনাকে এখানে যেতে হবে। তারপর Drop your WebP, PNG or JPEG files here! লেখাতে ক্লিক করে আপনার ছবির ফাইলটিকে সিলেক্ট করতে হবে।
ব্যাস আপনার ছবির সাইজ কমে গেল। এবার আপনি download লেখাতে ক্লিক করে সেই ছবিটি ডাউনলোড করে নিবেন।
Tiny PNG এর একটি WordPress প্লাগিনও আছে। আপনি যদি একজন ব্লগার হয় থাকেন তাওলে Tiny PNG প্লাগিন নামের প্লাগিন ইন্সটল করেও আপনি আপনার ওয়েবসাইটের ইমেজের সাইজ কমাতে পারেন।
Tiny PNG প্লাগিন এর সাহায্যে আপনি প্রতি মাসে প্রায় ৫০০ ছবির ইমেজ সাইজকে কমাতে পারবেন। [এটা ওয়েবসাইটের ক্ষেত্রে]
২. Compress Now
পড়ুন: ফেসুকে ফলোয়ার বাড়ানোর ৯টি দুর্দান্ত উপায় কি?
এটাও একটি সেরা টুলস / ওয়েবসাইট। এখানে আপনি আপনার মন মতো ইমেজের সাইজ কমাতে পারেন।
মানে আপনি Compress Now এ নিজেই compression level কমাতে বাড়াতে পারেন।
default ভাবে এটির লেভেল 20% থাকে তবে আপনি চাইলে সেটাকে বাড়িয়ে 100% করতে পারবেন।
Compress Now ওয়েবসাইটে আপনি JPG, GIF, PNG এ টাইপের ছবির সাইজ কমাতে পারবেন।
Compress Now এ ইমেজের সাইজ কমাতে চাইলে এখানে গিয়ে আপনি আপনার ছবিটি আপলোড করুন এবং এটি ১ সেকেন্টেরও কম সময়ে আপনার ছবির সাইজ কমিয়ে দিবে।
৩. JPEG Optimizer
পড়ুন: অনলাইন থেকে টাকা ইনকামের ৩টি ওয়েবসাইটের নাম।
JPEG Optimizer হলো একটি ছবি সাইজ কমানোর সফটওয়্যার। JPEG নাম শুনেই বুজতে পারছেন এখানে জেপিইজি ছবির সাইজ কমানো হয়ে থাকে।
তবে এখানে অন্যন্য টাইপেরও ছবির সাইজ কমানো হয়ে থাকে। যেমন: JPEG, PNG, and GIF.
JPEG Optimizer এ ছবির সাইজ কমানো অনেক সহজ একটি কাজ। আপনি শুধু JPEG Optimizer ক্লিক করে তাদের ওয়েবসাইটের প্রবেশ করবেন।
তারপর Chosse or drop image এ ক্লিক করে আপনি আপনার ছবিটি select করবেন। এবং কিছু সময়ের ভিতরেই আপনার ছবির সাইজ কমে তা রেডি হয়ে যাবে।
৪. Optimizilla
Tiny PNG, Compress Now, JPEG Optimizer এর মতো এটিও একটি সেরা এবং ফ্রি ছবির সাইজ কমানোর ওয়েবসাইট।
Optimizilla তে আপনি অনেক ফরমেটের ছবির আপলোড করে ছবির সাইজ কমাতে পারবেন।
যেমন: JPEG, GIF and PNG এই ধরনের ছবির সাইজ কমিয়ে সেগুলোকে ব্যবহার করতে পারবেন।
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাওলে Optimizilla ব্যবহার করে আপনার ব্লগের আর্টিকেলর জন্য ছবির সাইজ কমাতে পারবেন।
Optimizilla তে ছবির সাইজ কমানোর জন্য এখানে ক্লিক করে তারপর আপনার ছবিটি সিলেক্ট করে আপলোড করে দিলেই ছবিটি compress হয়ে সাইজ কমে যাবে।
৫. JPEG.io
JPEG.io হলো একটি ছবি সাইজ কমানোর মাধ্যম। এখানে আপনি অনেক ধরনের ছবির ফরম্যাটেরি সাইজ কমাতে পারবেন।
এবং JPEG.io একটি ফ্রি টুলস মানে এখানে আপনার ছবির সাইজ কমাতে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না।
JPEG.io তে আপনি PG, PNG, GIF, SVG, BMP, EPS, PSD, TIFF and WEBP এই ধরনের ছবির সাইজ অনেক সহজেই কমাতে পারবেন।
JPEG.io তে ছবির সাইজ কমানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর Click to upload or drag-and-drop your files here লেখা দেখতে পাবেন।
Click to upload or drag-and-drop your files here ক্লিক করে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে দিলেই JPEG.io আপনাকে ছবির সাইজ কমিয়ে দেবে।
QNA;
Q: ছবির সাইজ কমানোর সেরা এবং ফ্রি ৫টি অ্যাপ / টুলস কি ফ্রিতে ব্যবহার কর যাবে?
হ্যা, আমার বলে দেওয়া ছবির সাইজ কমানোর সেরা এবং ফ্রি ৫টি অ্যাপ / টুলস আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার টাকা দিতে হবে না।
Q: উপরে বলা কোন টুলস বা ওয়েবসাইটি আমি ব্যবহার করব?
আপনি যেকোনো টুলস বুবহার করতে পারেন। কেননা এই সব গুলো টুলসই ফ্রি এবং সব গুলোই ভালো। এবং এগুলো আমি নিজে ব্যবহার করে তারপর এই আর্টিকেল Publish করেছি। তাই আপনি যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
Q: আমি কেন ছবির সাইজ কমাবো?
অনেক কারনেই ছবির সাইজ কমাতে হতে পারে। যেমন: কোনো জায়গায় 1 MB বেশির ছবি নেই না।
কিংবা আপনার একটি ব্লগ সাইট আছে এবং আপনি চান আপনার ওয়েব সার্ভার ফাস্ট থাকুন। তাওলেও আপনাকে ছবির সাইজ কমানো লাগবে।
Q: WordPress ওয়েবসাইটের জন্য ছবির সাইজ কমানোর সেরা প্লাগিন কোনটি?
আপনার যদি একটি ব্লগ সাইট থাকে তাওলে আপনাকে অবশ্যই ছবির বা ফিচার ইমেজের সাইজ কমানো লাগবে আপনার ওয়েবসাইটকে ফাস্ট রাখতে।
সেইক্ষেত্রে আপনি Tinypng, ShortPixel Image Optimizer, WP Compress, Imagify ইত্যাদি plugin গুলো ব্যবহার করতে পারেন।
আমাদের শেষ কথা;
তো বন্ধুরা, আজকের ছবির সাইজ কমানোর সেরা এবং ফ্রি ৫টি অ্যাপ / টুলস এই আর্টিকেলটি আপনার কেমন লাগল?
আমি আশা করি এই আর্টিকেল পড়ে আপনি অনেক বেশি উপকৃত হবেন। কেননা আমারদের সবারই অনেক সময় জরুরি কারনে ছবির সাইজ কমানো লাগতে পারে।
তাই আমি এই আর্টিকেলে ৫ সেরা ছবির সাইজ কমানোর ওয়েবসাইটের নাম বলেছি।
যদি আজকের এই আর্টকেলোটি আপনাদের ভালো লেগে থাকে তাওলে অবশ্যই এই আর্টিকেলটি আপনারদের বন্ধুদের সাথে share করবেন।
আর এই আর্টিকেল রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনার মনে আসে তাওলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।