হ্যালো বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমরা জানবা কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করব বা করতে হয়।
জন্ম সনদ অনলাইন হয়েছে কিনা তা জানার জন্য আমাদেরকে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়।
কেননা বর্তমান সময়ে হাতের লেখা জন্ম নিবন্ধন গ্রহন করা হয় না। আর তাই এই কারনে আমাদের কে জন্ম নিবন্ধন অনলাইন করতে হয়।
এবং এই জন্ম নিবন্ধন অনলাইন করার পর সেটি কি অনলাইন হয়েছে জানার জন্য আমাদেরকে দেখতে হয়।
তো আমরা অনেকেই আছি যারা আমাদের নিজেদের জন্ম নিবন্ধন যাচাই এবং ডাউনলো করতে চাই। তাদেরর জন্য এই আর্টিকেলটি লেখা।
আজ আমি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করা সম্পর্কে একেরবারে বিস্তারিত ভাবে আলোচনা করব, এবং আরও বলব জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করতে হয়। আর তাই আপনি এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি সম্পুর্ন্ন পড়বেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম কি? তাওলে চলুন আজকের এই আর্টিকেলটি শুরু করা যাক।
কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়?
পড়ুন: ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ৯টি দুর্দান্ত উপায়
জন্ম নিবন্ধন যাচাই করা কোনো কঠিন কাজ নয়। এটা খুবই সহজ একটি পন্ধুতি। একবার দেখে নিলে যেকেউই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবে।
যাইহোক, এখন আমি আপনাদের কে বলব কিভাবে আপনি জন্ম নিবন্ধন যাচাই করবেন? বা জন্ম নিবন্ধন যাচাই করার উপায় কি।
জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি প্রয়োজন হয়?
এই আর্টিকেল পড়ুন: অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকামের ৫টি উপায়
জন্ম নিবন্ধন যাচাই করার আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি প্রয়োজন হয়?
আপনি যদি ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাওলে আপনাকে যে জিনিস গুলো মাথায় রাখতে হবে তা হলো: আপনার একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
তারপর আপনার বাংলাদেশ সরকারের everify.bdris.gov.bd এ যাবেন। তারপর এখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন এর নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন।
তবে আপনি যদি কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় বা কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তা সঠিক ভাবে না জেনে থাকেন তাওলে নিচে আমি তা বলেছি। তাই নিচের লেখা পড়ে সঠিক ভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করে নিন।
কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করবেন?
পড়ুন: ফেসবুক আইডি খোলার নিয়ম
তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলব কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করবেন? সেই সম্পর্কে।
আমি আপনাদের কে PC’তে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তা দেখাচ্ছি আপনি চাইলে এ পন্ধুতি ব্যবহার করে আপনার মোবাইল থেকেই জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। প্রসেসটা একেরবারেই সেইম।
নিচে আমি কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তা সম্পূর্ণ দেখিয়েছি, এবং এই জন্ম নিবন্ধন যাচাই করতে আমাকে অনেক তথ্য ছবির মাধ্যমে দেখাতে হয়েছে। আর তাই আমি অনেক তথ্যই Hide বা Blur করে দেখিয়েছি।
যাইহোক, নিচে আমি কিভাবে একেরবাইরে সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তা step by step বলেছি।
১. জন্ম নিবন্ধন যাচাই করতে বাংলাদেশ সরকারের official ওয়েবসাইট প্রবেশ করুন।
জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমেই আপনাকে এই ওয়েবসাইট প্রবেশ করতে হবে। উপরে আমি ছবির মাধ্যমে দেখিয়েছি আপনি সেটি ফলো করুন।
২ . জন্ম নিবন্ধন চেক করতে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিন।
জন্ম নিবন্ধন সাইটে প্রবেশ করার পর আপনার সামনে একটি ফরম আসবে। এই ফরমে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরনের খালি ঘর দেখতে পাবেন।
Birth Registration Number ঘরের মধ্যে আপনি আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার নিবেন এবং Date of Birth ঘরে আপনি আপনার জন্ম তারিখ দিবেন। মনে রাখবেন জন্ম তারিখ যেন (YYYY-MM-dd) হয়।
(YYYY-MM-dd) এর মানে কি? একেক করে বুজাচ্ছি। YYYY-এ আপনি আপনার জন্মের সাল দিবেন। আপনার যে বছর জন্ম হয়েছে আপনি সেই বছর দিবেন।
MM এখানে আপনি আপনার জন্মের মাস দিবেন আপনার যে মাসে জন্ম হয়েছে আপনি সেই মাস দিয়ে দিবেন।
এবং dd মানে হলো জন্ম তারিখ বা date। এই জায়গাই আপনি আপনার জন্মের তারিখ দিবেন।
মনে রাখতে হবে আপনার দেওয়া Birth Registration Number এবং Date of Birth যেন ইংরেজি অক্ষরের হয়।
এগুলো দেওয়ার পর নিচের দেওয়া ক্যাপচা পূরন করবেন। ক্যাপচাতে আপনাকে ২টি সংখ্যা দেওয়া হবে এবং আপনাকে ২টি সংখ্যার যোগফল দেওয়ার জন্য বলবে।
ক্যাপচা এইজন্য দেওয়া হয় যাতে আপনি যে একজন মানুষ তা প্রমান করতে পারেন। এবং এটা নিরাপত্তা এবং স্প্যাম কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
সব কিছু দিয়ে দাওয়ার পর আপনি search বাটনে ক্লিক করে পরের পেজে যাবেম
৩. জন্ম নিবন্ধন যাচাই বা চেক অনলাইন।
Search বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলবে বা শো করবে।
উপরের ছবিটিতে যেরকম দেখতে পারছেন ঠিক একইরকম আপনিও দেখতে পারবেন যদি আপনার আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং তারিখ দিয়ে search বাটনে ক্লিক করেন।
এই পেইজে আপনি আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার ঠিকানা ইত্যাদি সহ আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন।
আর যদি এই পেইজে আপনি No Record Found লেখাটি দেখতে পান তাওলে বুজে নিবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা হয়নি।
তো বন্ধুরা, এভাবে মূলত্ব আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এবং আমার বলা এই পন্ধতিটি সব চেয়ে সহজ এবং কম সময়ের।
এখানে কিছু কথা না বললেই নয়, আপনি যদি আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাওলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থাকতে হবে।
তা না হলে জন্ম নিবন্ধন যাচাই করা বা চেক করা যাবে না। শুধু মাত্র যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা রয়েছে কেবল তারাই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
এখন আমি আপনাদের কে বলব জন্ম নিবন্ধন যাচাই করার পর কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন?
কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন?
বন্ধুরা, কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করব তা তো দেখে নিলাম। এবার আসি কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন? এই বিষয়ে।
অনেক কারনেই আমাদেরকে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে হয়। এবং এবং আমরা অনেক সময় বুজিনা কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে হয়। আর তাই আমি এখন আপনাদের কে বলব কিভাবে আপনি খুব সহজেই অনলাইন জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন তা।
জন্ম নিবন্ধন ডাউনলোড করতে হলে আপনাকে আগের মতোই https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করতে হবে।
তারপর আপনার সামনে সেই আগের পেইজটিই open হবে। এখানে আপনি আপনার সকল তথ্য দেখতে পাবেন।
এখন যদি আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করতে চান তাওলে আপনাকে (Ctrl + P) একসাথে চাপতে হবে। (Ctrl + P) একসাথে চাপার পর আপনার সামনে এই রকম একটি ছবি শো করবে।
এখন যদি আপনি birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চান এবং আপনার কম্পিউটারে প্রিন্টার কানেকশন থাকে তাওলে তো আপনি সরাসরি অনলাইন জন্ম নিবন্ধন ডাউনলোড করে নিতে পারবেন।
কিন্তু আমাদের বেশির ভাগেরই প্রিন্টার মেশিন থাকে না। তারা কি করবেন?
আপনার যদি প্রিন্টার মেশিন বা কানেকশন না থাকে এবং আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড বা জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড pdf করতে চান তাওলে আপনি Save as PDF এ ক্লিক করবেন।
Save as PDF এ ক্লিক করলে আপনার অনলাইন জন্ম নিবন্ধনটি আপনার পিসিতে অথবা ফোনে ডাউনলোড হয়ে যাবে।
তারপর আপনি আপনার এলাকার যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন।
এভাবে মূলত্ব জন্ম নিবন্ধন online copy download বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
কিভাবে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করবেন?
আপনার যদি ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ হয়ে থাকে তাওলে কিভাবে সেটিকে চেক করবেন?
আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন কার্ড বা সনদ রয়েছে। এবং যখন তারা এই ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করতে যায় তখন তাদের সামনে No Records Found লেখাটি শো করে।
আপনার ও যদি ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন কপিকে যাচাই করতে চান তাওলে আপনাকে নো রেকর্ডস ফাউন্ড লেখা দেখাবে। তো তখন আপনি কি করবেন?
যখন আপনি আপনার ১৬ ডিজিটের কোনো জন্ম নিবন্ধন যাচাই করতে যাবেন তখন আপনি তা করতে পারবেন না।
মানে আপনাকে ১৭ ডিজিটের নাম্বার দিয়েই জন্ম নিবন্ধন যাচাই করা লাগবে। এছাড়া আর কোনো উপায় নেই জন্ম নিবন্ধন যাচাই করার।
এক সময় ছিল যখন হাতের লেখা জন্ম নিবন্ধন তৈরি করা হতো এবং তা পরে অনলাইন ডেটাবেজ করা হত। এবং তখনকার জন্ম নিবন্ধন সংখ্যা ছিল ১৩ থেকে ১৬ ডিজিট পর্যন্ত।
এবং বর্তমানে জনসংখ্যার কথা মাথায় রেখে তা ১৭ ডিজিটের করা হয়। আর তাই আপনি যদি বর্তমানে আপনার আগের ১৩ কিংবা ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাওলে আপনি তা করতে পারবেন না।
এখন যদি আপনি আপনার ১৩ বা ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাওলে আপনাকে ১৬ ডিজিটের জন্য নিবন্ধন যাচাই করার জন্য নিবন্ধন নম্বরের শেষের ৫ ডিজিটের পূর্বে একটি (0) বসানো বা যুক্ত করে ১৭ ডিজিটের নাম্বারে পরিনত করতে হবে।
কিভাবে জন্ম নিবন্ধন apps দ্বারা যাচাই চেক করবেন?
apps দ্বারা জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এখন পর্যন্ত কোনো অপিশিয়াল অ্যাপস তৈরি করা হয় নি।
সরকারি যে সকল সেবা রয়েছে সব কিছুই ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। এই ক্ষেত্রে কোনো অ্যাপস এর প্রয়োজন হয় না। আর তাই জন্ম নিবন্ধন যাচাই করার জন্য ও কোনো অ্যাপস তৈরি করা হয়নি।
তবে অনেক 3rd party অ্যাপস রয়েছে যেগুলোর দ্বারা আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। আপনি যদি চান কোনো অ্যাপ এর মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করতে তাওলে আপনি google play store অথবা app store এ গিয়ে জন্ম নিবন্ধন অ্যাপ নাম লিখে সার্চ দিয়ে সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
তবে আমি বলব আপনার জন্য জন্ম নিবন্ধন যাচাই করতে সরকারি ওয়েবসাইটই যথেষ্ট এবং সরকারি ওয়েবসাইট গুলো অনেক সেইভ হয়ে থাকে।
FAQ;
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার লিংক কি?
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার অপিশিয়াল ওয়েবসাইটের লিংক হলো https://everify.bdris.gov.bd/ এটি। আপনি এই ওয়েবসাইট থেকে জন্ম এবং মৃত্যু সনদ এক্সেস করতে পারবেন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করব?
আপনি যদি ১৬ ডিজিটের নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাওলে জন্ম নিবন্ধনের শেষের ৫ ডিজিটের পূর্বে একটি 0 বসিয়ে সেটিকে ১৭ ডিজিট করতে হবে।
জন্ম নিবন্ধনে No Record Found লেখাটি কেন দেখায়?
No Records Found লেখাটি অনেক কারনেই দেখিয়ে থাকে। কিছু কমন কারন হলো: ভুল জন্ম নিবন্ধন নাম্বার, ভুল জন্ম তারিখ, ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি। এগুলোর কারনে No Record Found লেখা দেখিয়ে থাকে।
জন্ম নিবন্ধন যাচাই করার apps কোনটি এবং এর নাম কি?
জন্ম নিবন্ধন যাচাই করার কোনো official apps নেই। তবে play store এ অনেক 3rd party অ্যাপস রয়েছে যেগুলোর দ্বারা জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
আমাদের শেষ কথা,
তাওলে বন্ধুরা আজকের আর্টিকেল কিভাবে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করব? আপনাদের কেমন লাগল? যদি আজকের আর্টিকেলটি পড়ে আপনি
উপকৃত হন তাওলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর্টিকেলটি শেয়ার করার মাধ্যমে আরও অনেক মানুষের কাজে আসতে পারে। আর তাই আপনি এই আর্টিকেলটি শেয়ার করবেন।
জন্ম নিবন্ধন যাচাই করা সম্পর্কে যদি আপনার অন্যন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাওলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের উওর দিব।
আমাদের অন্যন্য আর্টিকেল গুলো পড়ুন: