প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০ টি অনলাইন উপায়?

আপনি যদি ঘরে বসে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার কথা ভাছেন, তাওলে সঠিক জায়গায় এসেছেন।

আজ আমি এই আর্টিকেলে আপনাকে বলব প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০ টি অনলাইন উপায়? এই বিষয়ে। 

বর্তমান সময়ে এসে অনলাইন থেকে মাসে ১০০০ টাকা ইনকাম করা কোনো কঠিন বিষয় না। 

খুব সহজেই আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। 

এমনিতে অনলাইনে টাকা ইনকাম করার ৩টি সেরা সাইট গুলো থেকেও আপনি প্রচুর অর্থ আয় বা ইনকাম করতে পারেন।

আমরা সবাই ডিজিটাল পৃথিবিতে বাস করছি। আর এখন বাইরে না গিয়েও ঘরে বসে টাকা ইনকাম করা ডাল-বাত হয়ে গেছে।

অনেক মানুষই আছেন যারা কোনো চাকরি না করে শুধু মাত্র অনলাইনে দিনে ২ থেকে ৩ ঘন্টা কাজ করে মাসে ভালো একটা earn করছেন।

তাই এখন অনলাইনের মাধ্যমে সব কিছু করা সম্ভব। এবং হাজার হাজার মানুষ তা করছে, এবং তারা সফল হচ্ছে।

আপনি চাইলে এসইও শিখে ৫টি মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন এবং প্রচুর অর্থ আয় করতে পারেন। 

তবে আপনি যেই কাজ করেন না কেন সেই কাজের সাথে জরিত নলেজ থাকতে হবে। এবং এই লজেন থাকলে আপনি অন্যের থেকে সহজেই কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

তবে আমি নিচে যে কাজের কথা বলেছি সেগুলো করতে করতে আপনার নলেজ এমনিতেই হয়ে যাবে।

তাওলে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০টি সেরা অনলাইন উপায় সম্পর্কে। 

Table of Contents

অনলাইনে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০টি উপায়:

আপনি যেই কাজ করেন না কেন তার জন্য আপনাকে আপনার জীবনের কিছু সময় ব্যয় করতে হবে। এবং সেই সময় ব্যয় করেই আপনি মাসে হাজার হজার টাকা ইনকাম করতে পারবেন।

আপনি যদি ঘরে বসে ২ থেকে ৩ ঘন্টা ব্যয় করে যদি প্রতিদিন ১০০০ – ২০০০ টাকা ইনকাম করেন তাওলে ক্ষতি কি।

তাই এখন আমি আপনাদেরকে ১০টি Real উপায়ের কথা বলব যেগুলো প্রয়োগ করে অনলাইন থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। 

দৈনিক ১০০০ টাকা ইনকাম করার ১০টি লাভজনক উপায় কি কি? 

প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০ টি অনলাইন উপায়?

তাওলে চলুন জেনে নেওয়া যাক দৈনিক ১০০০ টাকা ইনকাম করার ১০টি সেরা লাভজনক উপায় এর কথা। 

১. ব্লগিং (Blogging):

এই আর্টিকেলটি পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

অনলাইনে ঘরে বসে আয় করার কথা আসলে সবার প্রথমেই আসে ব্লগিং এর কথা। 

একটি ব্লগ থেকে টাকা ইনকাম করা অনেকের কাছে চাহদা জনক একটি মাধ্যম। এবং বেশ সহজ একটি মাধ্যমও।

ঘরে বসে Unlimited টাকা ইনকাম করা সম্ভব ব্লগিং এর মাধ্যমে। এক্ষত্রে ব্লগিং করে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করাটা কোনো বড় ব্যাপার না।

ব্লগিং করতে হলে আপনাকে লেখার ক্ষমতা থাকতে হবে। এবং এর সাথে কিওয়ার্ডের সঠিক ব্যবহার করতে হবে। 

সাথে যদি আপনার এসইও এর নলেজ থাকে তাওলে তো আর কথায় নেই। 

প্রত্যেকদিন যদি ব্লগ বা আর্টিকেল লিখতে থাকেন তাওলে দিনে ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা কোনো ব্যবপার না। খুব সহজেই তা করতে পারবেন।

ব্লগ সাইট তৈরি করার সেরা ৫টি সাইট এর নাম কি?

ব্লগিং করে দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে হলে আপনাকে কোথা থেকে ব্লগ সাইট তৈরি করতে হবে, তা জানতে হবে।

এখন আমি ৫টি সেরা ব্লগিং তৈরি সাইট এর নাম বলব, যেগুলো ব্যবহার করে আপনি অনেক সহজেই একটি ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন। 

  • WordPress
  • Blogger
  • Wix
  • Weebly
  • Webflow

আপনি যদি একটি নতুন ওয়েবসাইট / ব্লগ সাইট তৈরি করতে চান তাওলে উপরের যেকোনো একটি CMS বেচে নিতে পারেন। 

২. affiliate marketing

এফিলিয়েট মার্কেটিং মানে হলো অন্য কোনো কোম্পানির যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা এবং সেই সেল কৃত product বেচে যে কমিশন পাওয়া যায় সেটাকে এফিলিয়েট কমিশন বলে।

আমি অনেক আগেই আপনাদেরকে বলেছি এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করবেন? আপনি সেই ব্লগটি পড়তে পারেন। যদি কিনা আপনি এফিলিয়েট মার্কেটিংসম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান।  

এফিলিয়েট মার্কেটিং, এই উপায়ে আপনি যেকোনো একটি কোম্পানির product নিয়ে revie আর্টিকেল publish করবেন। এবং আপনার করা পোষ্ট থেকে যদি কোনো ব্যাক্তি সেই প্রোডাক্ট কিনে তাওলে আপনি কমিশন হিসেবে টাকা পাবেন।

তবে এখন থেকে আপনি তখনই টাকা ইনকাম করতে পারবেন যখন কোনো মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। 

তাছাড়া আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তবে আপনি যদি ভালো করে কাজ করেন তাওলে এখান থেকে প্রতিদিন ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা ইনকাম করা খুবি ছোট একটি ব্যাপার। 

এখন প্রায় প্রত্যক কোম্পানিরই এফিলিয়েট প্রোগ্রাম আছে। তবে আমি আপনাকে কিছু জনপ্রিয় এফিলিট প্রোগ্রাম এর নাম বলব। 

১০টি সেরা এফিলিয়েট প্রোগ্রামের নাম কি? 

এখন আমি আপনাদেরকে বলব ১০টি সেরা এফিলিয়েট প্রোগ্রামের নাম। যেগুলোর মাধ্যমে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।

 ১০ টি সেরা এফিলিয়েট (Affiliate) মার্কেটিং প্রোগ্রামের নাম হলো:

  • Amazon Affiliate Program
  • Shopify Affiliate Program
  • eBay 
  • ClickBank
  • Awin Bluehost
  • Semrush
  • Daraz
  • 10 Minute School
  • Elementor
  • Awin 

তো বন্ধুরা, আপনি চাইলে আমার বলা এই ১০ টি এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে প্রতিদিন ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন।

আর আপনি যদি এই কাজে পুরোপুরি Serious হন, তাওলে মাসে ১ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারি না।

৩. Facebook (ফেসবুক) থেকে মাসে ১০০০ টাকা ইনকাম করার উপায়?

ফেসবুক হলো সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্লাটর্ম। আমার বিশ্বাস আপনি অব্যশই ফেসবুক ব্যবহার করেন।

এমনিতে ফেসবুক থেকে টাকা ইনকাম করার ৬টি দারুন উপায় এর মাধ্যমেও প্রতিদিন হাজার টাকার উপর ইনকাম করতে পারেন। 

অনেক মানুষই আছে যারা দিনে ৮-১০ ঘন্টা ফেবুকে পড়ে থাকে। সারাদিন ফেসবুক ভিডিও, পোষ্ট এবং রিল দেখে সময় কাটিয়ে দেই।

আপনিও যদি এইরকম ব্যাক্তি হয়ে থাকেন, তাওলে যে সময় আপনি এই সব দেখে কাটান সেই সময় যদি ফেবুক ভিডিও, রিলস বানিয়ে টাকা ইনকাম করতে পারেন, তাওলে মন্দ কি।

ফেসবুকে ভিডিও তৈরি করে সেগুলোকে মনিটাইজ করে টাকা কামানো তেমন জটিল কোনো কাজ না।

এবং রিলস (Reels) বানিয়ে সেগুলো ভাইরাল করা অনেক সহজ। এবং এগুলো তৈরি করে প্রদিতিন ১০০০ টাকা ইনকাম করা সাধ্যের ভিতর।

ফেসবুকে আপনি গেমিং ভিডিও, রান্না টিউটোরিয়াল ভিডিও, মোটিভেশন ভিডিও ইত্যাদি আপলোড করে দিনে ১০০০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

৪. অন-পেজ এসইওর কাজ করে ১০০০ টাকা ইমকাম করার উপায়?

এসইওর একটি পার্ট হলো on-page এসইও। আপনি যদি অন-পেজ এসইও এর কাজ জানেন তাওলে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারি না।

অন-পেজ এসইও করে হয়তো আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করবেন অথবা নিজের ব্লগে কাজ করবেন।

যেভাবেই কাজ করেন না কেন, এই কাজ করে ১০০০ থেকে ৫০০০ টাকা ইনকাম করা একেরবারে easy.

এবং আপনি যদি চান অন-পেজ এসইও করে এফিলিয়েট মার্কেটিং করতে তাওলে সেটাও সম্ভব।

মানে এসইও জানলে টাকা ইনকাম পানির মতো সহজ। তাই এসইও কিভাবে শিখবো আর্টিকেলটি পড়ুন, এবং আপনিও হয়ে জান একজন SEO Expert.  

৫. কন্টেন্ট রাইটার হয়ে টাকা ইনকাম 

কন্টেন্ট রাইটারের কাজ করে প্রতিদিন ১০০০ টাকা অনেক সহজেই ইনকাম করতে পারবেন।

Content রাইটার মানে হলো অন্যের জন্য আর্টিকেল বা ব্লগ লেখে দেওয়া। মানে অন্য একটি মানুষ আপনাকে একটি বিষয়ের উপর একটি আর্টিকেল লেখে দেওয়ার কথা বলল সেটাকেই সহজ ভাষায় কন্টেন্ট রাইটিং বলে।

কন্টেন্ট রাইটারের কাজ করে অনেক সহজেই কম সময়ের ভিতরে ১০০০ টাকা  ইনকাম ইনকাম কোনো কঠিন বিষয় না।

তাই আপনি যদি দৈনিক/ প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে চান তাওলে কন্টেন্ট রাইটার হয়ে তা করতে পারবেন। 

আর আপনি যদি টাইপিং করে টাকা ইনকাম করতে চান তাওলে আমার ব্লগটি পড়তে পারেন। 

কোথায় কন্টেন্ট রাইটারের কাজ পাওয়া যাবে?

আপনি যদি দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে চাইছেন কন্টেন্ট রাইটিং কাজ করে তাওলে আপনার জানা উচিত কোথায় কন্টেন্ট রাইটারের কাজ পাওয়া যাবে তা।

এখন আমি আপনাদের জানাব ১০টি সেরা প্লাটর্ম যেখান থেকে খুব সহজেই আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ পাবেন। 

এবং প্রতিদিন বা দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। তাওলে জেনে নেই সেই ১০ টি প্লাটর্ম এর নাম কি। 

  • ContentWriter.com
  • CrowdContent.com
  • ProBlogger.com
  • Fiverr.com
  • Freelancer.com
  • Upwork.com
  • PeoplePerHour.com
  • Guru.com
  • FlexJobs.com
  • Smartblogger

আপনি যদি কন্টেন্ট রাইটারের কাজ করে টাকা ইনকাম করে চান তাওলে আমার বলা ১০টি সেরা কন্টেন্ট রাইটিং প্লাটফর্ম থেকে তা সম্ভব। 

৬. ইউটিউব চ্যানেল (YouTube)

ভিডিও sharing এ সেরা একটি ফ্রি প্লাটফর্মের নাম ইউটিউব। এখানে আপনি ফ্রিতে ভিডিও দেখতে পারেন। মানে নেটফ্লিক্স এর মতো আপনাকে টাকা দিয়ে ভিডিও দেখতে হয় না।

ইউটিউবে প্রায় সব প্রকার কন্টেন্ট পাওয়া যায়। রান্না থেকে শুরু করে কমেডি ভিডিও, গেমিং ইত্যাদি সব ধরনের ভিডিও এখানে পাওয়া যায়।

ইউটিউব এ ভিডিও দেখার পাশাপাশি ভিডিও আপলোড করেও কিন্তু টাকা কামানো, ইনকাম করা সম্ভব।

অনেক মানুষ তা করে দিনে ১০০০ টাকার উপর ইনকাম করছে। তাই আপনিও ইউটিউব এ ভিডিও আপলোড করে ভালো টাকা আয় করতে পারবেন।

তাই আপনি একটি ফ্রি YouTube চ্যানেল খুলে আপনার তৈরি কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।

কিভাবে ইউটিউব এর মাধ্যমে টাকা ইনকাম করা যায় (YouTube Income)

YouTube এর মাধ্যমে প্রতিদিন / দৈনিক ১০০০ হাজার টাকা ইনকাম করার আগে আপনাকে জানতে হবে ইউটিউব কিভাবে টাকা দেয়? তা।

মুলত্ব ইউটিউব টাকা দেই ভিউ হিসেবে। মানে প্রতি ১০০০ ভিউতে প্রায় ১০$ থেকে ২০$ ডলার ইনকাম করতে পারবেন। 

 ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করতে হবে আপনার youtube চ্যানেলকে মনিটাইজ করতে হবে।

ইউটিউব মনিটাইজ কোথায় করবেন? Google adsense দ্বারা মূলত্ব আমরা ইউটিউব মনিটাইজেশন করি। তাই আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে দৈনিক ১০০০ টাকা ইনকাম করতে হলে আপনাকে আগে আপনার youtube-কে মনিটাইজেশন করতে হবে।

তবে আপনি যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান তাওলে আপনাকে কিছু বিষয়ে নজর দিতে হবে। 

যেমন আপনার youtube চ্যানেল মনিটাইজেশন করতে কত ভিউ এবং কত subscribe লাগবে তা আপনাকে জানা থাকা লাগবে।

তা না হলে আপনার ইউটিউব চ্যানেল কখনই টাকা ইনকামের যোগ্য হবে না। তাই এখন আমি বলব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হয় বা ইউটিউব মনিটাইজ করতে কত ভিউ লাগে।

ইউটিউব মনিটাইজ করতে কত ভিউ লাগে

ইউটিউব মনিটাইজ করতে কত ভিউ লাগে তা নিচে বলছি

  • 500 subscribers
  • Three public uploads in the last 90 days
  • 3,000 public watch hours in the previous 12 months or 3 million public YouTube Shorts views in the last 90 days

মুঠামুঠি এগুলো হলো ইউটিউব মনিটাইজ পলিসি। আপনি যদি এগুলোর বিস্তারিত জানতে চান তাওলে ইউটিউবের অপিশিয়াল পলিসি পড়তে পারেন।

অথবা এই আর্টিকেলটি পড়ে তা দেখে নিতে পারেন যে ইউটিউব মনিটাইজ করতে কত ভিউ লাগে।

৭. affiliate website sell (এফিলিয়েট ওয়েবসাইট সেল)

এফিলিয়েট ওয়েবসাইট সেল করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। 

তবে তার জন্য আপনার একটি এফিলিয়েট ওয়েবসাইট থাকতে হবে। তারপর আপনি সেই ওয়েবসাইট বিক্রি করে টাকা ইনকাম করবেন।

এখান থেকে আপনি অনায়াসে গড়ে দিনে ১০০০ টাকার উপর ইনকাম করতে পারবেন। 

তাই আপনার যদি একটি এফিলিয়েট ওয়েবসাইট থাকে তাওলে সেটি সেল করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

৮. ডিজিটাল মার্কেটিং

এখনকার সময়ে সব ধরনের ব্যবসার ক্ষেত্রেই একজন ডিজিটাল মার্কেটিং জানা ব্যাক্তির চাহিদা অনেক বেশি। 

সোশ্যাল মিডিয়া ম্যানেজ বলেন আর এসইও এক্সপার্ট বলেন সব ক্ষেত্রেই একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়। আর তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করেন তাওলে প্রতিদিন ১০০০ হাজার টাকা ইনকাম করা একেরবারে সহজ একটি কাজ।

তবে ডিজিটাল মার্কেটিং করে শুরুতে ১০০০ হাজার টাকা ইনকাম করা বেশ সহজ কাজ নয়।

আপনাকে তার জন্য সময় দিতে হবে। তার জন্য আপনাকে সব ও কাজের কৈশল মাথায় রেখে কাজ করতে হবে।

৯. ট্রান্সক্রিপ্ট করে টাকা ইনকাম? 

সহজ করে বললে, ট্রান্সক্রিপ্ট হলো কোনো অডিও বা ভিডিও দেখে সেটাকে লিখিতো আকারে প্রকাশ করা। 

তবে এই কাজে সফল হতে আপনাকে বিদেশি ভাষায় দক্ষ হতে হবে। তাওলে আপনি প্রচুর অর্থ আয় করতে পারবেন।

১০.সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

কোম্পানি তাদের ব্যান্ড ইমেজকে ধরে রাখতে সোশ্যা মিডিয়া ম্যানেজমেন্টের উপর প্রচুর ফোকাস দিয়ে থাকে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে সোশ্যাল মিডিয়া যে বা যারা ম্যানেজ করে তাদের বুজানো হয়। 

আপনি আপনার ক্যারিয়ার গড়তে এই কাজে যুক্ত হতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে।

একজন ব্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে আপনার কাজ আকর্ষী কন্টেন্ট তৈরি করা। 

কখন কোন সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, টিকটক ইত্যাদি) তে কোন ধরনের কন্টেন্ট (Content) তৈরি করা যায়, তা নিবার্চ করা ইত্যাদি।

FAQ;

A. প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে কত দিন সময় লাগবে?

এটা নির্ভর করে আপনার কাজের উপর এবং আপনার দক্ষতার উপর। তবে আমার বলা প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০ টি অনলাইন উপায় প্রয়োগ করে আপনি ৩, ৬ এবং ১ বছরে ভিতর অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। 

A. ব্লগিং করে কি দৈনিক ১০০০ টাকা ইনকাম করা সম্ভব?
হ্যা, ব্লগিং করে দৈনিক / প্রতিদিন ১০০০ টাকা ইনকাম সম্ভব। এবং এটি অনেক সহজও। ব্যাক্তিরাই প্রতিদিন ১০০০ টাকার উপর ব্লগিং করে ইনকাম করছে। 

আমাদের শেষ কথা,,

তাওলে বন্ধুরা, আজকের এই আর্টিকেল প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করার ১০ টি অনলাইন উপায় আপনাদের কেমন লেগেছে?

যদি এই আর্টিকেল এর সাথে জরিত কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাওলে অবশ্যই আমকে কমেন্ট করে জানাবেন।

আর এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে তাওলে এই আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top