ফেসুকে ফলোয়ার বাড়ানোর ৯টি দুর্দান্ত উপায় কি কি? তো আজকের এই আর্টিকেলে আমি আপনাদের কে এই সম্পর্কে একটা Clear ধারনা দেব।
বন্ধুরা, বর্তমান সময়ে অনেক কারনেই মানুষ Social Media’র ব্যবহার করে থাকে। আর ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া দুস্কর।
এবং Facebook এর ইউসার এর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। Android এ ফেসবুক ডাউনলোড করা হয়েছে 5 Billion এর বেশি। এবং App Store তা 413 Million বারের বেশি।
এবং 2.9 billion বেশি Active ইউসার রয়েছে ফেসবুকের। এবং বাংলাদেশে ফেসবুকের Active ইউসারের সংখ্যা 43.25।
তাই এখন ফেসবুকের মাধ্যমে অনেক ব্যান্ড, ব্যবসা গড়ে উঠেছে। এবং এই ব্যবসা গুলোর থেকে প্রচুর প্রফিট ও পাচ্ছে।
আর তাই আপনি ও একটি ফেসবুক পেজের মাধ্যমে একটি ব্যবসা, ব্যান্ড গড়ে তুলতে পারেন। এবং এই প্লাটফরম থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন।
তবে, সমস্যাটা হলো ফেসবুক হাজার হাজার পেজ রয়েছে এবং সেই পেজ গুলো Active ও থাকে। তাই আপনি যদি ফেসবুকে নিজের একটি ব্যান্ড বা ব্যাবসা কে প্রতিষ্ঠিত করতে চান তাওলে শুরুতে তা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে।
এবং এর জন্য আপনাকে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হবে। যার ফলে আপনার ফেসবুক অনেক বেশি মানুষের কাছে যাবে। এবং আপনি অনেক ফলোয়ার Grow করতে পারবেন।
কারন আপনার যত বেশি ফলোয়ার (Foloower) থাকবে আপনি তথ বেশি আপনার ব্যান্ড বা ব্যাবসা কে প্রসারিত করতে পারবেন।
তাই এখন আমি আপনাদের কাছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ৯টি দুর্দান্ত উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ফেসবুকের ফলোয়ার বাড়ানো ৯টি কার্যকরি উপায় কি কি?
হতে পারে আপনি একজন ব্যবসায়ী, উদ্দোক্তা কিংবা একজন ব্লগার এবং আপনি চান আপনার ব্যবসা বা ব্যান্ড কে ফেসবুকের মাধ্যমে প্রসারিত করতে,
তাওলে আমার বলে দেওয়া নিচের ফেসবুকের ফলোয়ার বাড়ানো ৯টি দুর্দান্ত উপায়? আর্টিকেলটি পুড়ো পড়তে হবে।
আমি নিচে Step by Step ৯টি উপায়ে কিভাবে ফেসবুকের ফলোয়ার বাড়াবেন সেই সম্পর্কে বলেছি।
তাই সেগুলো পড়েন এবং আমার বলা অনুযায়ী কাজ করেন। এতে আপনি আপনার ফেসবুকের ফলোয়ার অনেক Growth করতে পারবেন।
১. প্রোফাইল অপ্টিমাইজ করুন
অবশ্যই পড়ুন: ফেসবুক থেকে টাকা ইনকাম করার ৬টি উপায় কি?
আপনি যদি আপনার ফেসবুকে বেশি বেশি ফলোয়ার পেতে চান তাওলে সবার প্রথমেই আপনাকে আপনাকে ফেসবুক প্রোফাইল অপ্টিমাইজ করতে হবে।
প্রোফাইল অপ্টিমাইজ বলতে আমি বুজিয়েছি, আপনার ফেসবুকে একটি কোয়ালিটিফুল প্রোফাইল Picture দিবেন। যদি পেজটি আপনার কোম্পানির নামে হয় তাওলে সেটিতে আপনার কোম্পানির ছবি ব্যবহার করবেন।
একটি ফেসবুকের পেজের কভার (Cover) Photo অনেক ভূমিকা রাখে মানুষকে আপনার পেজের সমর্কে একটা ভালো ধারনা দেওয়ার জন্য। আর তাই আপনি একটি ভালো ছবি ব্যবহার করবেন আপনার Facebook এর Cover এর জন্য।
Facebook এর Bio বা About সেকশন Edit করা।
প্রোফাইল অপ্টিমাইজ করার আরেক বড় উপায় হলো Bio বা About Section এডিট করা। এবং এটা খবই Imprudent আপনার ফেসবুকের সাথে মানুষকে কানেক্ট করতে।
Bio বা About সেকশনে আপনি মূলত্ব আপনার সম্পর্কে লিখবেন। যদি আপনার কোম্পানির সমর্কে লিখবেন।
Bio তে আপনি আপনার সমর্কে খুবই ছোট করে বুজাবেন যে আপনি কে, কি করেন ইত্যাদি। এতে করে মানুষ আপনার বা আপনার কোম্পানির সম্পর্কে একটা ধারনা পাবে। এবং তারা আপনাকে বা আপনার কোম্পানিকে বিশ্বাস করবে।
তাই সব সময় আপনার Bio বা About সেকশন কে Imprudent দেবেন।
আপনার পেজটি যত বেশি অপ্টিমাইজ থাকবে মানুষ তত বেশি আপনার পেজ কে বিশ্বাস করবে এবং এতে করে আপনার ফলো পাওয়া সম্ভবনা অনেক বেশি থাকে।
ফেসবুক পেজের লিংক পরিবর্তন করা।
আপনি যদি অনেক বেশি ফলোয়ার বাড়াতে চান তাওলে অবশ্যই আপনার ফেসবুকের লিংক পরিবর্তন করুন।
ফেসবুকের এর লিংক পরিবর্তন করার মাধ্যমে আপনি আরও বেশি Follower পাবেন। এবং Google থেকেও অনেক ভিজিটর পাবেন।
তাই চেষ্টা করুন আপনার ফেবুকের লিংক পরিবর্তন করতে। আমরা যখন নতুন Facebook পেজ তৈরি করি তখন ফেসবুক দ্বারা আমাদের একটি পেজ লিংক দিয়ে থাকে। এই লিংকটি অনেক সংখ্যার হয়ে থাকে।
এবং এই লিংকটি Google বেশি প্রাধান্য দেই না। এবং এই কারনে গুগল থেকে বেশি ট্রাফিকও পাওয়া যায় না।
আর তাই আপনার উচিত যখনি ফেসবুক পেজ খুলবেন তখন নিজের ফেসবুক পেজের নামের সাথে একটি লিংক তৈরি করার।
ফেসবুক এর লিংক কিভাবে তৈরি করবেন?
তো এখন আসা যাক, ফেসবুক এর লিংক কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে। আপনি যদি আপনার ফেসবুক এর লিংক তৈরি করতে চান তাওলে আপনার অবশ্যই একটি ফেসবুক আইডি ও ফেসবুক পেজ থাকতে হবে।
কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এই আর্টিকেলটি পড়ে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলুন।
এখন আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাওলে সেখান থেকে ফেসবুকে যান অথবা মোবাইল থেকে Chrome ব্রাউজার এ গিয়ে Desktop mode করে ফেসবুক এ যান।
তার পর নিজের ফেসবুক পেজে Login করুন। ফেসবুক পেজে যাবার পর Profile Picture এ ক্লিক করুন।
Profile Picture এ ক্লিক করার পর Settings এ ক্লিক করুন। এবার Settings এ ক্লিক করার পর Username লেখাতে ক্লিক করুন।
এবার আপনি আপনার মন মতো একটি নামের লিংক তৈরি করে ফেলুন। তবে ফেসবুক লিংক তৈরি করার ক্ষেত্রে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে।
ফেসবুক পেজের লিংক তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে?
এখন তো দেখে নিলেন কিভাবে ফেসবুক পেজ এর লিংক পরিবর্তন করতে হয়? এবার আপনি যদি আপনার ফেসবুক এর লিংক পরিবর্তন করেন তো আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
সেগুলো হলো, দেখুন আপনি যদি আপনার একটি ফেসবুক পেজের লিংক পরিবর্তন করতে চান তাওলে সেটি অবশ্যই আপনার নিজের নাম অথবা নিজের Company এর নাম এ দিতে হবে।
এতে করে আপনার ফেসবুক পেজটি Google অথবা অন্যন্য সার্চ ইঞ্জিন থেকেও অনেক বেশ ট্রাফিক পাবে।
তবে মনে রাখবেন আপনি যে নামে আপনার ফেসবুক পেজ খুলবেন সেই নামেই ফেসবুক লিংক তৈরি করার চেষ্টা করবেন। অন্য কোনো নাম সেখানে ব্যবহার করবেন না।
মানে আপনার Company এর নামে যদি একটি ফেসবুক পেজ খুলেন, সেখানে আপনার নিজের নাম ব্যবহার করবেন না।
আর আরেকটি কথা আপনার ফেসবুক পেজের লিংক তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার নাম্বার এর ব্যবহার (Use) করবেন না।
২. নিয়মিত পোস্ট করুন
অবশ্যই পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১০০% উপায় গুলোর নাম
আপনি যদি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান তাওলে আপনাকে নিয়মিত পোষ্ট করতে হবে। মিয়মিত পোষ্ট করার মাধ্যমে আপনি অধিক মানুষের কাছে পৌছাতে পারবেন।
আপনি যদি প্রত্যেক দিনে পোষ্ট করবেন তাওলে আপনি অধিক টার্গেট অডিয়ান্সের কাছে রিচ করতে পারবেন। নতুন নতুন শ্রোতাদের সামনে যত অধিক দৃশ্যমান হতে থাকবেন এবং তত বেশি চান্স থাকবে আপনার ফলোয়ার বাড়ার।
সবচেয়ে ভালো হয় যদি আপনি দিনে ১ থেকে ২টি পোষ্ট করেন। এবং এটি খুবই কার্যকরি একটি উপায়।
আপনি কোন বিষয়ে পোষ্ট করবেন এবং কখন কখন পোষ্ট করবেন তা মেইন্টেন্স করার জন্য একটি ক্যালেন্ডার তৈরি করতেপারেন।
৩, আকর্ষক বিষয়বস্তু পোষ্ট করুন
আকর্ষন বিষ্যবস্তু পোষ্ট বলতে আপনি যে বিষয়ে পোষ্ট করবেন সেই বিষয়ের সাথে মিল রেখে বিভিন্ন Image, Animation Video, ইত্যাদি ব্যবহার করতে পারেন।
এতে করে করে মানুষের কাছে ধ্রুত পৌছাতে পারবেন। এবং আপনি যত বেশি মানুষের কাছে পৌছাবেন তত বেশি ফলোয়ার পাবার সম্ভবনা থাকবেন।
৪. পোস্ট এর মধ্যে হ্যাশট্যাগস (Hashtags) ব্যবহার করুন
আপনি যদি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান তাওলে আপনাকে হ্যাশট্যাগের (Hashtag) ব্যবহার করতে হবে। Hashtag এর মাধ্যমে আপনি অধিক মানুষের কাছে পোউছাতে পারবেন। এবং এতে করে আপনার পোষ্টের Engage বৃদ্ধি পাবে।
আপনি এরকম Hashtag এর ব্যবহার করবেন যেগুলো আপনার পোষ্টের সাথে মিলবে। তাওলে আপনি অনেক বেশি Audience এর কাছে পৌছাবেন।
তবে এমন কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না যেগুলো আপনার পেজের বা আপনার পোষ্টের সাথে মিলবে না।
৫. ফেসবুকে বিজ্ঞাপন (Ads) চালান
পড়ুন: অনলাইনে টাকা ইনকাম করার ৩টি Website এর নাম কি?
একটি পুরাতন বা নতুন ফেসবুক পেজকে অনেক কম সময়ের ভিতরে অনেক বেশি মানুষের কাছে পৌছাতে চাইলে Facebook Ads একটি সেরা মাধ্যম।
তবে Facebook Ads হলো ফেসবুকের একটি Paid সার্ভিস। মানে আপনি যদি ফেসবুকে Ads দিতে চান তাওলে আপনাকে Facebook টাকা দিতে হবে।
আপনি যদি কম সময়ে প্রচুর ফলোয়ার পেতে চান তাওলে আপনি ফেসবুক Ads চালাতে পারেন।
আপনি যদি Facebook Ads চালান তাওলে প্রচুর Benefits পাবেন। যেমন আপনি টার্গেট অডিয়ান্স বাছাই করতে পারবেন। এবং আপনি বয়স বাছাই করতে পারবেন।
মানে আপনি কত বছর থেকে কত বছর পর্যন্ত মানুষের কাছে পৌছাতে চান তা করতে পারবেন। আপনি কোন দেশে পৌছাতে চান বা কোন অঞ্চলের মানুষদের কাছে পৌছাতে চান তা সব কিছুই করতে পারবেন।
আপনি যদি চান তাওলে শুধু ফলোয়ার পেতে পারবেন। এবং এরকম আরও হাবিজাবি সুযোগ পেয়ে যাবেন ফেসবুক এডের মাধ্যমে।
তাই এই রকম সুযোগ সুবিধা পেতে চাইলে আপনি Facebook Ads চালাতে পারেন। এতে করে কম সময়ে অনেক ফলোয়ার Grow করতে পারবেন।
৬. অন্যদের সাথে সহযোগিতা করুন
আপনি যদি ফেসবুকের মাধ্যমে বেশি বেশি ফলোয়ার তৈরি করতে চান তাওলে একটি সেরা উপায় হলো অন্যন্য Facebook pages এবং influencers-দের সাথে সহযোগিতা করা।
আপনি অন্যন্য ফেসবুক পেজের Admin দের কে বলতে পারেন যে আপনাকে সহযোগিতা করতে, এবং তার বিনিমইয়ে আপনিও তাকে সহযোগিতা করবেন।
এবং এটি একটি সেরা মাধ্যম ফেসবুকে ফলোয়ার বাড়ানোর। এবং এটি আপনি সম্পুর্ন Free তে করতে পারেন।
এভাবে অন্যদের সাথে সহযোগিতার মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা ব্যান্ড কে অনেক রিচ করতে পারবেন।
৭. ফেসবুক গ্রুপে যোগ দিন
ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ৯টি দুর্দান্ত উপায় এর মধ্যে এটি একটি Best উপায়। এবং এটাকে আমার প্রথমে রাখা উচিত ছিল।
যাইহোক, আপনি যদি আপনার ফেসবুকে পেজে ফলোয়ার বাড়াতে চান এবং আপনার ব্যান্ডকে আরও মানুষয়ের কাছে পৌছাতে চান এবং বেশি বেশি আপনার Product সেল করতে চান তাওলে Facebook Group হলো একটি সেরা মাধ্যম।
কিভাবে? ধরেন আপনি T-Shirt বিক্রি করেন ফেসবুকের মাধ্যমে। এখন যদি আপনি একটি T-shirt গুপে Add হন তাওলে আপনি বুজতে পারবেন মানুষ আসলে কি রকম T-shirt পছন্দ করে।
তারপর সেই চাহিদা অনুযায়ী আপনি T-shirt বিক্রি বা সেল করতে পারবেন। আপনি বিশ্বাস করতে পারবেন না এটা আপনাকে কতটা Help করবে আপনার ব্যাবসাকে সবার থেকে এগিয়ে নিতে।
কারন, আপনি তো যানেন যে মানুষ আসলে কোন ধরনের T-shirt কিনতে চাই। এবং মানুষয়ের পছন্দ কি। তাই আপনি অন্য সবার থেকে অনেক গুন এগিয়ে যাবেন এটাই স্বাভাবিক।
আমি তো শুধু T-shirt এর গ্রুপ এর কথা বলেছি। আপনি আপনার ব্যাবস বা ব্যান্ড এর সাথে মিলে এই রকমের যত ধরনের গ্রুপ আছে সব গুলোতেই যুক্ত বা Add হবেন।
তাই আমি বলব Facebook Group হলো একটি সেরা উপায় যার মাধ্যমে সহজেই ফলোয়ার বাড়ানো এবং ব্যাবসাকে আরও উন্নত করা যাবে।
৮. ফেসবুক পেজ প্রচার করুন
ফেসবুক পেজ প্রচার বলতে বিভিন্ন Social Media তে নিজের পেজকে লিংক করা। মানে আপনার যদি একটি ব্লগ সাইট থেকে থাকে তাওলে আপনি যেখানে একটি Follow Buttons যুক্ত করে দিতে পারেন।
একই ভাবে আপনার YouTube, Instagram, X এবং অন্যন্য Social মিডিয়াতে নিজের ফেসবুক পেজকে Link করবেন।
এই ভাবে Link করলে সেখান থেকে প্রচুর ফলোয়ার পাওয়ার সম্ভবনা থাকে। তা বেশি বেশি নিজের পেজকে লিংক করবেন।
৯. শেয়ার যোগ্য কন্টেন্ট তৈরি করুন
আমরা যখন ফেসবুকে কোনো তথ্যপূর্ণ, বিনোদনমূলক, অনুপ্রেরণামূলক, বা আকর্ষণীয় পোষ্ট দেখে থাকি তখন আমরা সেগুলো সাথে সাথে শেয়ার করে ফেলি।
তাই আপনি যদি এই নিয়ম মেনে কাজ করেন, মানে আপনিও এই ধরনের পোষ্ট তৈরি করেন তাওলে সেই তৈরি করা পোষ্ট বা কন্টেন্ট অনেক মানুষ Share করবে।
আপনাকে এই রকম পোষ্ট তৈরি করতে হবে যাতে করে মানুষ বেশি বেশি আপনার পোষ্ট গুলো Share করে। এতে করে আপনি অনেক বেশি ফলোয়ার এচিভ করতে পারবেন।
এবং ফেসবুকের algorithm ও বুজবে যে আপনার পোস্টটি হওতো বা অনেক ভালো। কারন একটি ভালো পোস্টই মানুষ Share করে। এবং যখন ফেসবুক এটি বুজে যাবে তখন ফেসবুক ও আপনার পোষ্ট গুলো আরও মানুষের কাছে সাজেশন করবে।
এরজন্য আপনাকে ট্রেন্ডিং এ থাকা বিষয় গুলোকে খেয়াল রাখতে হবে এবং পোষ্ট করতে হবে। আপনি যে বিষয়ে ফেসবুক পেজ খুলবেন সেই বিষয়ে ট্রেন্ডিং এ থাকা পোষ্ট গুলোকে মনিটর করতে হবে।
এবং এই অনুযারী পোষ্ট করতে হবে। এভাবে মূলত্ব আপনি শেয়ার যোগ্য কন্টেন্ট তৈরি করতে পারবেন।
আমাদের শেষ কিছু কথা,,
কিভাবে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায় বা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর ৯টি দুর্দান্ত উপায়? এই প্রশ্নের উত্তর হিসেবে আমি উপরে যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলোই আমার মতে সেরা উপায়। আবার অনেক আছে যারা ফেসবুকে অটো লাইক বা ফলোয়ার বাড়ানোর উপায় খুঁজে থাকে। এবং তারা বিভিন্ন টুলস এবং ওয়েবসাইট ব্যবহার করে থাকে এই ফলোয়ার বাড়ানো জন্য।
তবে, আমি বলব এগুলো না করে বরং আমি উপরে যে ৯টি উপায় বলেছি ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য সেগুলো ভালোভাবে করতে। হে সেগুলোতে একটু খানি সময় লাগবে ঠিকই তবে আপনি সফল হতে পারবেন। এই গ্যারন্টি আমি দিতে পারি।
সর্বশেষে এটাই বলব যদি এই আর্টিকেল পড়ে আপনার ভালো লাগে বা এই আর্টিকেল পড়ে আপনার কাজে আসে, তাওলে অবশই এই আর্টিকেল / ব্লগটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ!