২০২৩ সালে নতুন নিয়মে ফেসবুক আইডি খোলার নিয়ম কি? (How to Creat a Facebook Accont) । কিভাবে আপনি ২ মিনিটের মধ্যে একটি New Facebook আইডি খলবেন?
আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয়।
বর্তমান সময়ে google এবং youtube-এর পরেই যে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো ফেসবুক।
ফেসবুকের সর্বমোট Downloa সংখ্যা প্রায় 6.95 billion। এবং ফেসবুকের mothly active user এর সংখ্যা প্রায় 3.03 billion।
তাওলে বন্ধুরা বুজতেই পারছেন যে ফেসবুক কতটা জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
আর তাই এখনো যদি আপনার একটি ফেসবুক আইডি না থাকে তাওলে আপনি সবার থেকে অনেক পিছিয়ে যাবেন।
কেননা বর্তমানে ফেসবুকের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। যেমন নতুন নতুন Friend তৈরি করা, আপনাদের Relatives সাথে connect হওয়া ইত্যাদি।
এই সব গুলো সুবিধা পেতে আপনার থাকা লাগবে একটি ফেসবুক আইডি। এখন নিচে আমি স্টেপ বাই স্টেপ বলব কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয় বা ফেসবুক আইডি খোলা নিয়ম কি।
ফেসবুক একাউন্ট খুলতে কি কি লাগে?
অবশ্যই পড়ুন: Netflix কী? কিভাবে ব্যবহার করব?
আপনি যদি ফেসবুক আইডি খোলার নিয়ম জানতে চান তাওলে আপনাকে সবার প্রথমে জানতে হবে ফেসবুক একাউন্ট খুলতে কি কি লাগে তা।
তো আপনি যদি একটি ফেসবুক আইডি খুলতে চান তাওলে আপনাকে অবশ্যই দুটি জিনিস থাকা লাগবে, আর তা হলো:
- Valid Email Account (বৈদ্য ইমেইল আইডি বা একাউন্ট)
- Valid Phone Number (বৈদ্য ফোন বা মোবাইল নাম্বার)
তো উপরে বলা দুটি জিনিস থাকলেই আপনি খুলে নিতে পারবেন একটি ফেসবুক আইডি।
আমার বলা দুটি জিনিস valid থাকতে হবে, কেননা আপনি যখন একটি ফেসবুক আইডি খুলবেন তখন facebook এর মাধ্যমে আপনাকে একটি OTP code পাঠাবে সেটা ফেসবুককে দিতে হবে তার জন্য।
তাছাড়া আপনি যদি আপনার নিজের নামে একটি ফেসবুক খুলেন এবং কোনো দিন সেটির password ভুলেও যান তাওলে password reset করতে আপনাকে মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডির প্রয়োজন হবে।
তাই আমি বলব আপনি যখন আমার দেখে ফেসবুক আইডি খুলবেন তখন অবশ্যই আপনার নিজের অথবা আপনার বাবা-মার একটি মোবাইল নাম্বার
দিবেন।
নতুন নিয়মে ফেসবুক আইডি খোলার নিয়ম – (Create new Facebook id)
Facebook হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা social networking site এর অন্তভূক্ত।
মার্ক জাকারবার্গ ২০০৪ সালের ৪ ফেব্ররুয়ারিতে facebook প্রতিষ্ঠিত করেন। ফেসবুক্র উদ্দেশ্য বন্ধু, পরিবার এর সাথে অনলাইনে এক হওয়া, নতুন friend তৈরি করা, ব্যাক্তিগত তথ্য বলি আদান প্রধান করা ইত্যাদি করা।
ফেসবুকের মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো ব্যাক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন।
ফেসবুকে আপনি Image, story, video এবং live video share করতে পারবেন। অন্যদের পোষ্টে লাইক, কমেন্ট করতেও পারবেন।
তাছাড়া ফেসবুকের আরেকটি ফ্রি সেবা মেজেঞ্জার-এ আপনি চাইলে আপনার ফেসবুক বন্ধুদের সাথে personal call ও chat করার মতো সুবিধা পাবেন।
আপনি আপনার চেনা ব্যাক্তিদেরকে Friend Request ও পাঠাতে পারবেন। এবং তাদের সাথে connect হতে পারবেন।
তাছাড়া, বর্তমানে ফেসবুক পেজ তৈরি করার মাধ্যমে আপনার অনলাইন বা অফ-লাইন ব্যবসা বা পণ্যকে সহজেই কোটি কোটি মানুষের কাছে প্রচার করতে পারবেন।
এবং এগুলোই কারনেই ফেসবুক একটি শক্তিশালি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিনত হতে পেরেছে। এবং এটাই তার মূল কারন।
আর তাই, আপনি যদি এখনো ফেসবুক use করেন না, তাওলে আমি বলব আপনি অনেক কিছু মিস করে ফেলছেন।
কেননা ফেসবুকে যেভাবে বন্ধু বানিয়ে নেটওয়ার্ক বাড়ানো যায় ঠিক একিভাবে ফেসবুক পেজ তৈরি করে নিজের ব্যান্ডকে প্রচারও করা যায়।
তাওলে আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের মোবাইল থেকে একটি নতুন ফেসবুক আইডি তৈরি করে নিতে পারবেন।
নিচে দেওয়া স্টেপ গুলো দেখে, “মোবাইলে ফেসবুক আইডি খোলার নিয়মটি” জেনে নিন।
ফেসবুক আইডি খোলার নিয়ম ২০২৩ – (স্টেপ বাই স্টেপ)
Step 1 – Install Facebook App.
ফেসবুক আইডি খুলতে হলে আপনাকে প্রথমেই আপনাকে Play Store অথবা App Store গিয়ে Facebook অ্যাপটিকে install করতে হবে।
Step 2 – Open Facebook App
এবার Facebook App-টি open করতে হবে।
Step 3 – Click Create New Account
এবার আপনাক দুটি অপশন দেখাবে Log in এবং Create new account. আপনি যেহেতু নতুন account খুলবেন, তাই আপনি Create new account-এ click করতে হবে।
Step 4 – What’s your name?
Create new account-এ ক্লিক করলে ফেসবুক আপনার নাম জানতে চাইবে। এখানে First name এবং Last name লেখা দেখতে পাবেন। First name-এ আপনার নামের প্রথম অংশ লিখবেন এবং Last name-এ আপনার নামের শেষ অংশ টুকু লিখবেন। নাম লেখা শেষ হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।
এখন Facebook আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাইবে।
যেমন:-
- What’s your name? এখানে আপনি আপনার নামের প্রথম এবং শেষ অংশ লেখবেন। তারপর ‘Next Button’ এ ক্লিক করুন।
- What’s your gende? ফেসবুক আপনার gender? জানতে চাইবে। যেমন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাওলে male এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাওলে female select করে দেবেন। তারপর ‘Next Button’ এ ক্লিক করুন।
- What’s your date of birth? এখানে আপনার জন্মের তারিখ, মাস, এবং বছর দিয়ে দিবেন। তারপর Next এ ক্লিক করুন।
- What’s your mobile number or email address? ফেসবুক আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি চাইবে। আপনি আপনার Mobile number দিয়ে ‘Next Button’-এ ক্লিক করুন।
Step 5 – Create a password
এবার আপনি আপনার ফেসবুকের জন্য একটি Password set করুন।
আপনি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার ফেসবুকের জন্য একটি Strong password সেট করতে।
এতে করে আপনার ফেসবুক আইডি অনেক বেশি secure থাকবে। তাই চেষ্টা করবেন অনেক কঠিন একটি password দেওয়ার।
কিভাবে ফেসবুকের জন্য Strong password তৈরি করবেন?
কিভাবে আপনি আপনার ফেসবুকের জন্য একটি strong password সেট বা তৈরি করবেন তার জন্য আমি নিচে কিছু উপায়ের কথা বলেছি।
- নতুন password দেওয়ার ক্ষেত্রে কখনি আপনার নাম ব্যবহার করবেন না।
- চেষ্টা করবেন যে অনেক long একটি password দেবার।
- যেকোনো জায়গাই password তৈরি করতে আপনি কিছু special character symbols ব্যবহার করবেন। যেমন, “@, #, %, +, $, &, *,” এই symbols গুলো আপনি আপনার ফেসবুকের password এর ব্যবহার করবেন।
- নিজের password কোথায় লিখে রাখা উচিত নয়। তাই চেষ্টা করুন password মনে রাখার।
- 2 step verification তৈরি করুন আপনার ফেসবুক আইডিতে।
তো আমা বলা উপরের tips গুলো ফলো করে কিন্তু আপনি একটি strong password তৈরি করে ফেলতে পারেন।
এবার password তৈরি করা হয়ে গেলে আপনি Next Button এ ক্লিক করুন।
Step 6 – Agree to Facebook’s terms & policies
সব কিছু দেওয়ার পরে আপনাকে ফেসবুকের terms, privacy policy, cookies policy গুলোকে acsept করতে হবে।
এগুলো কি জানতে চাইলে আমার দেওয়া লিংকে ক্লিক করে facebook এর অপিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।
আমি এগুলো এখানে বলিনি তার কারন ফেসবুক সময়ের সাথে সাথে তাদের Policy গুলো change করে। তাই আমি link দিয়ে দিয়েছি। আপনি নিজেই পরে নিন তাদের policy গুলো।
এখন আপনি I agree বাটনে ক্লিক করে পরের page এ যান।
Step 7 – Enter the confirmation code
I agree তে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে একটি code লেখতে হবে।
একটু আগে আপনি যে নাম্বারটি দিয়ে ফেসবুক আইডি খুলেছেন সেই নাম্বারটিতে ফেসবুক দ্বারা একটি ভেরিফিকেশন কোড বা 5 ডিজিটের OTP Code পাঠানো হয়েছে।
সেটা এখানে বসান। যদি আপনার নাম্বারটিতে কোনো Confirmation code না আসে তাওলে I didn’t get the code এ ক্লিক করুন। এটা করলে ফেসবুক আপনাকে আরেকটি code পাঠাবে।
এখন আপনার code-টি বসানো হয়ে গেলে Next Button-এ ক্লিক করুন।
Step 8 – Add a profile picture
Congratulation আপনা ফেসবুক একাউন্টটি সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে।
এখন আপনি আপনার ফেসবুকের জন্য একটি Profile picture add করুন। profile picture add / সেট করতে চাইলে উপরের ছবিটি ফলো করুন।
এখানে Add picture লেখা দেখতে পাবেন। Add picture এ ক্লিক করে আপনি আপনার একটি ছবি profile দিয়ে দিতে পারবেন।
Step 9 – Add your basic info
নিচের picture দেখে আপনি আপনার বেসিক info গুলো দিতে পারেন।
কিভাবে আপনি আপনার বেসিক info দিবেন তা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি:
- Current city: এই সেকশনে আপনি আপনা বর্তমান city-র নাম দিয়ে দিবেন। আপনি যে শহরে বর্তমানে আছেন সেটার নাম দিন।
- Workplace: এখানে আপনি যে জায়গাই কাজ করেন সেটা লিখবেন।
- School: আপনি যদি ছাত্র-ছাত্রী হন তাওলে আপনার স্কুল বা কলেজের নাম দিবেন।
- Hometown: এখানে আপনি আপনার জন্ম যেখানে হয়েছিল সেটার ডিটেইলস দিবেন।
- Relationship status: এই জায়গাই আপনি আপনার Relationship status দিবেন। যেনম, আপনি যদি সিঙ্গেল হন তাওলে single, এবং বিয়ে করে থাকলে married দিবেন।
- Bio: bio তে আপনি নিজের সম্পর্কে কিছু লেখবেন। যেমন আপনি কে, কি করেন ইত্যাদি।
আপনার ফেসবুক একাউন্টের সাথে মেসেঞ্জার কিভাবে যুক্ত করবেন?
তো বন্ধুরা, নতুন নিয়মে ফেসবুক আইডি খোলার নিয়ম জেনে গেলাম। এখন যদি আপনি আপনার ফেসবুক ফেন্ডদের সাথে কথা বলা এবং ভিডিও কলে যোগাযোগ করতে চান তাওলে আপনাকে ফেসবুকের আরেক অ্যাপ মেসেঞ্জারকে আপনার ফোনে ডাউনলোড করতে হবে।
মেসেঞ্জার ডাউনলোড করার পর, আপনি যখন মেসেঞ্জারে অ্যাপ এ ক্লিক করবেন তখন আপনি যে ফেসবুক আইডি খুলেছেন সেটি show করবেন, এবং আপনার আম show করবে যেটি আপনি ফেসবুক খোলার সময় দিয়েছিলেন।
তো আপনি যদি চান আপনার ফেসবুক আইডির সাথে মেসেঞ্জার add বা যুক্ত করতে তাওলে Log in এ ক্লিক করুন।
Log in এ ক্লিক করলে আপনার ফেসবুকের সাথে মেসেঞ্জারও যুক্ত হয়ে যাবে।
তারপর আপনি চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে কথা বলা, chat করা, গ্রুপ তৈরি করে একসাথে কথা বলা সব কিছু করতে পারবেন।
আজকে আমরা যা শিখলাম?
তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম নতুন নিয়মে ফেসবুক আইডি খোলার নিয়ম? (How to create a Facebook account from mobile)
আমি বিস্তারিত ভাবে image ব্যবহার করে দেখিয়েছি কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয়। আশা করি আমার আর্টিকেলটি পড়ে আপনিও আপনার জন্য একটি ফেসবুক আইডি খুলে পেলেছেন।
আর আপনার ফেসবুক আইডি খুলতে যদি কোনো সমস্যা হয় তাওলে আমাকে কমেন্ট কমেন্ট করতে পারেন।
এবং অন্য কোনো প্রয়োজনে আমাকে ইমেইল করুন admin@banglatechonline.com আইডিতে।
আমি সাহায্য করব।