অনলাইনে টাকা ইনকাম করার ৩টি ওয়েবসাইটের নাম কি কি? এবং এগুলো থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? এবং মাসে কত টাকা ইনকাম করতে পারবেন? এইসব বিস্তারিত ভাবে আজকেত আর্টিকেলে আমি Share করব। তাই আজকের আর্টিলটি সম্পূর্ন পড়বেন। যদি কিনা আপনি অনলাইনে টাকা ইনকাম করতে চান।
বন্ধুরা, অনেক উপায়ে আপনি ঘরে বসে অনলাইনে থেকে টাকা ইনকাম করতে পারবেন। তার মধ্যে থেকে আমি কিছু সহজ এবং কার্যকর উপায়ে সম্পর্কে আলোচনা করছি।
আমি আজকের আর্টিকেলে যে যে উপায়ে ইনকাম করার কথা বলব সেগুলো ১০০% Real উপায়। মানে এগুলোর মাধ্যমে আপনি রিয়েল টাকা ইনকাম এবং সারা জীবন টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়?
দেখুন বন্ধুরা, আমি আগেই বলেছি অনেক উপায়েই আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনাকে জানতে হবে আপনি যে ইনকাম করছেন সেটা কি সারা জীবন করতে পারবেন। এবং সেটিতে কি আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে।
কারন বর্তমানে অনলাইনে অনেক ফেক (Fake) অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে। যেগুলোতে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না, বা যদিও ইনকাম করেন তাওলে সেগুলো হবে সাময়িক।
এবং পরে সেই ওয়েবসাইট গুলোতে আপনার টাকা ইনভেস্ট করতে হবে। তাই এগুলো থেকে সাবধান থাকবেন।
- অবশ্যই পড়ুন: ৫টি উপায়ে ইনভেস্ট ছাড়া মাসে ৫০ হাজার টাকা ইনকাম করুন।
আপনি যে ৩টি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন যেগুলো হলো:
তো বন্ধুরা, আমার উপরে বলা ৩টি উপায়ে আপনি অনলাইন থেকে খুব সহজ এবং 100% Real উপায়ে সারা জীবন ইনকাম করতে পারবেন।
নিচে আমি অনলাইনে টাকা ইনকাম করার ৩টি ওয়েবসাইটের এর বিষয়ে বিস্তারিত ভাবে বলব। এবং বলব সেগুলো ব্যবহার করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন তাও বলব।
১. Fiverr এর মাধ্যমে টাকা ইনকাম করব কিভাবে?
অবশ্যই পড়ুন: মোবাইল দিয়ে কিভাবে Real টাকা ইনকাম করবেন?
বন্ধুরা, Fiverr হলো একটি ফ্রিল্যান্সিং মার্কেপ্লেস। এর মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
ফাইভারে অনেক ছোট-বড় কাজ আছে যেগুলো করে আপনি মাসে ৩০-৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে যদি Fiverr এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে চান তাওলে আপনাকে একটি Account করতে হবে। তার পর আপনি যে কাজে Expert সেই কাজের একটি Bio তৈরি করতে হবে।
আপনি যে কাজ পারেন তা Buyer কে জানানোর জন্য আপনাকে গিগ তৈরি করতে হবে।
- গিগ কি? কিভাবে একটি ভালো গিগ তৈরি করবেন। তা জানতে এই আর্টিকেলটি পড়ুন।
এখন আসি ফাইভারে একটি Account খুলতে কি কি প্রয়োজন তা নিয়ে। ফাইভারে একটি Professional Account খুলতে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো:
- প্রথমেই আপনাকে ফাইভারের HOME Page এ গিয়ে Join এ Click করতে হবে।
- তারপর Enter your email address and click Continue তে ক্লিক করতে হবে।
- Continue তে ক্লিক করার পর আপনাকে একটি username বেচে নিতে হবে, মনে রাখবেন আপনি যে usernme দিবেন তা যেন আপনার নাম দিয়ে হয়। যদি আপনার নামে username avaiable না থাকে তাওলে আপনার নামের আসে পাশে একটি নাম দিবেন।
- তারপর Choose your password and click Join এ যাবেন।
- এখন আপনার সামনে এমন একটি মেসেজ Show হবে You are now registered on Fiverr! After you’ve registered your account, you’ll receive an email to activate your account.
- তারপর ইমেইলে ভেরিফাই করলে Within the activation email you receive from Fiverr, click Activate Your Account. এমন মেসেজ দেখাবে।
এখন আপনার ফাইভার Account তৈরি হয়ে গেছে। এখন ফাইভারের মধ্যে Buyer অথবা Seller Account খুলতে পারবেন।
আপনি সেহেতু ফাইভারে টাকা ইনকাম করতে চান তাই আপনি ফাইভারে Seller Account খুলবেন।
তার-পর আপনি যে যে কাজ পারেন সেগুলো আপনার Profile অ্যাড করবেন। এবং একটি গিগ তৈরি করার মাধ্যমে আপনার কাংখিত কাজ পাবেন।
প্রথমে দিখে অনেক কম প্রাইজের কাজ পেতে পারেন, তবে চিন্তা করবেন না একবার আপনি কাজ করতে থাকলে পরে অনেক বড় বড় কাজ পাবেন। এবং অনেক টাকা ইনকাম করতে পারবেন।
২. Upwork এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করব?
আপওর্য়াক এর মাধ্যমে কাজ পেতে হলে আপনাকে প্রথমে Upwork এ গিয়ে একটি Account তৈরি করতে হবে।
তারপর আপনি যে যে কাজ পারেন তা আপনার Profile এ যুক্ত করবেন। তারপর আপনি Buyer Request দিবেন। যদি আপনার রিকুয়েস্টে buyer Accept করে তাওলে আপনি সেই কাজের মূল্যে একটি ভালো অংকের টাকা জেনারেট করতে পারবেন।
Upwork এ কি কি কাজ করার মাধ্যমে আমি টাকা ইনকাম করতে পারবো?
বন্ধুরা, Upwork হলো পৃথীবির অনেক বড় একটি ফ্রিল্যান্সিং প্লাটফরম। আর তাই আপনি upwork এ অশংখ্য কাজ পেয়ে যাবেন।
মানে আপনি যে কাজই জানেন না কেন সেই কাজ করার মাধ্যমেই টাকা ইনকাম করতে পারবেন। তার মধ্যমে কিছু কাজ হলো:
- কন্টেন্ট রাইটিং
- কপি রাইটিং
- SEO (Search Engine Opimization)
- ভিডিও এডিটিং
- ইত্যাদি
উপরে তো আমি অল্প কিছু কাজের নাম উল্লেখ করেছি। এইরকম আরও হাজার হাজার কাজ পেয়ে যাবেন upwork এ। তাই আমি বলব একবার Upwork এ গিয়ে Explore করতে।
এবং উপরের বলা কোনো কাজে আপনি expert হলে প্রতি ঘন্টায় 10-10 ডলার ইনকাম কতে পারবেন। যা শুরুতে আপনার জন্য অনেক।
৩. Affiliate Marketing করে টাকা ইনকাম করুন?
এফিলিয়েট মার্কেটিং করে আপনি মাসে ৫০০ থেকে ১০০০ Dollar ইনকাম করতে পারবেন। এবং মজার বিষয় হলো
বর্তমানে যত বড় বড় কোম্পানি রয়েছে তাদের সবারই এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। এবং এইসব কোম্পানির এফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং কি?
একেরবারে সহজ ভাষায় বললে এফিলিয়েট মার্কেটিং হলো অন্যের Product বা Service সেল করা। মানে আপনি আপনার Networking এর মাধ্যমে অন্যের Product বা Service সেল করবেন এবং কোম্পানি সেই Sell করা প্রোডাক্ট বা সার্ভিস থেকে আপনাকে একটা অংশ কমিশন হিসেবে দেবে।
এক্ষেত্রে আপনি আপনার Social media ব্যবহার করেও এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর আপনার যদি Personal Website থাকে তাওলে তো ভালো। আপনি সেটার মাধ্যমেও এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় Active থাকে এবং আপনার প্রচুর Follower থাকে তাওলে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও একটা ভালো অংকের টাকা জেনারেট করতে পারবেন।
কোন কোন কোম্পানির এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে?
তো বন্ধুরা, এখন তো আপনি জেনে গেলেন এফিলিয়েট মার্কেটিং কি? এখন তো আপনি এফিলিয়েট মার্কেটিং করতে হলো আপনাকেয়াগে জানা লাগবে কোন কোন কোম্পানির এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। এবং আপনাকে জানতে হবে আপনি যে কোম্পানির এফিলিয়েট মার্কেটিং করবেন সেটা কি বিশ্বস্ত?
এখন আমি ১0টি কোম্পানির নাম বলব যেগুলোর Affiliate Program রয়েছে এবং সেগুলো 100% বিশ্বস্ত।
- Amazon
- ClickBank
- eBay
- Shopify
- GoDaddy
- Bluehost
- Awin
- Fiverr
- Grammarly
- Canva
- ইত্যাদি!
বন্ধুরা, আমার বলা উপরের ১0টি কোম্পানির মধ্যে আপনি যেকোনো একটি থেকে আপনার এফিলিয়েট মার্কেটিং যাত্রা শুরু করতে পারেন। আমার বিশ্বাস আপনি অবশ্যই সফল হবেন।
আমাদের কিছু কথা,,
অনলাইনে টাকা ইনকাম করার ৩টি ওয়েবসাইটের নাম কি কি? এই আর্টিকেলটি আপনাদের কেমন লাগল? এবং আমার দেওয়া কোনো তথ্য সম্পর্কে যদি আপনি বিস্তারিত ভাবে জানতে চান তাওলে অবশ্যই কমেন্ট করবেন। আমি তার উত্তর দিবো?
আপনি যদি আর কোনো বিষয়ে জানতে চান তাওলে আমাকে বলতে পারেন।
আজকের আর্টিকেলটি ভালো লাগলে তা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ